
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া:
আপোসহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সরাইল সাংবাদিক ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) বাদ আছর সংগঠনের অস্থায়ী কার্যালয় নিজসরাইলে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহসভাপতি মুখলেছুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক মো. আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: আব্বাছ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. ফখরুদ্দিন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: খোকন মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু ও কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন রোবেল উপস্থিত ছিলেন।

























