
চঞ্চল,
লালমনিরহাটে গভীর শোক ও শ্রদ্ধায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলা শহরের “হামার বাড়ি” কার্যালয়ে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে স্থানীয় একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। কোরআন খতম শেষে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এতিম শিশুদের সাথে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।
সন্ধ্যায় “হামার বাড়ি” কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহানাফ হাবিব ইনতিসার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহমিক হাবিব ইয়ারদার।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ছাত্রদলের প্রতি বেগম খালেদা জিয়ার ছিল এক অনন্য মমত্ববোধ। তিনি ছাত্রদল নেতাকর্মীদের নিজ সন্তানের মতো স্নেহ করতেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথের সংগ্রামে ছাত্রদলও সবসময় ম্যাডামের পাশে থেকেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ছাত্রদল আজীবন লালন ও অনুসরণ করবে।”
বক্তারা আরও বলেন, “তাঁকে হারানো আমাদের সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে এই শোককে এখন শক্তিতে রূপান্তর করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিনের রাজপথের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

























