
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে সদ্য রাজনীতিতে যোগ দেওয়া দক্ষিণী সিনেমার তারকা থালাপাতি বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিজয়ের দল টিভিকে অভিযোগ করেছে, এ ঘটনায় তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে জড়িত।
টিভিকের আইনজীবী আরিভাঝাগন জানিয়েছেন, তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন যেন একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয় অথবা তদন্ত দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে দেওয়া হয়। তার দাবি, ঘটনাটি “অপরাধমূলক ষড়যন্ত্রের” ফল। আদালতের কাছেও তারা স্বাধীন তদন্তের অনুরোধ করেছেন।
আরিভাঝাগন আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া নির্ভরযোগ্য তথ্য ও সিসিটিভি ফুটেজে ক্ষমতাসীন দলের একাংশের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশস্থলের ধারণক্ষমতা ছিল প্রায় ১০ হাজার হলেও সেখানে জড়ো হয়েছিলেন ২৭ হাজার মানুষ। দুপুর থেকেই ভিড় বাড়তে থাকে, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে। অনেকে অভিযোগ করেছেন, জনসমাগম বাড়াতে ইচ্ছাকৃতভাবেই তিনি দেরি করেছেন। তবে টিভিকে জানিয়েছে, যানজটের কারণেই বিলম্ব হয়েছে।
অন্যদিকে ডিএমকের দাবি, বিজয়ের সমাবেশে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়েছিল। তবে আরিভাঝাগন তা প্রত্যাখ্যান করে বলেন, “আমরা কোনও শর্ত ভঙ্গ করিনি। গত কয়েক মাসে মাদুরাই, ত্রিচি, আরিয়ালুর, তিরুভারুর, নাগাপট্টিনম ও নামাক্কলে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। করুরে এমন বিপর্যয় কেন ঘটল, সেটাই প্রশ্ন।”
ষড়যন্ত্রের অভিযোগে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ডিএমকের মুখপাত্র ড. সৈয়দ হাফিজুল্লাহ বলেন, “আমরা বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। অভিযোগকারীরা আগে নিজেদের নেতাদের আচরণ পর্যালোচনা করুন।”