
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
গত ০১ আগস্ট ২০২৫ইং তারিখে স্থানীয় সন্ত্রাসী হক সাবসহ অজ্ঞাতনামা ১৮-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্র কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড় ইত্যাদি নিয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম স্টিল রোলিং-২ এবং স্টিল মেলটিং-২ কারখানায় সংঘবদ্ধ হামলায় চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা কারখানার অফিসকক্ষ ভাংচুর, লুটপাঠ এবং কারাখানার ডিউটি অফিসার মোঃ শাহ আলম, সিকিউরিটি গার্ড মোরশেদ, ডাম্প ট্রাক চালক সোহাগসহ অন্যান্য শ্রমিকদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম। পরবর্তীতে কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে বিপুল পরিমাণ লোহা তৈরির স্ক্র্যাপ এবং নির্মাণাধীন নিরাপত্তা বেষ্টনীর টিন এবং নগদ টাকা নিয়ে যায় এবং বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখলে শ্রমিকদের হত্যার হুমকি প্রদানসহ কয়েকজন নিরাপত্তাকর্মীর নাম ধরে খোঁজাখুঁজি করে কারাখানা এলাকা হতে চলে যায়।
উক্ত ঘটনায় বিএসআরএম কারখানার ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় ৩২ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনাম ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ ০৩ আগস্ট ২০২৫ইং, ধারা-১৪৩/৩৪৭/৩৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তাজুল ইসলাম প্রকাশ সাত্তার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউরি এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ০৩ আগষ্ট আনুমানিক ০৮:২০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তাজুলি ইসলাম (২৭), পিতা-মোঃ নুর আলম, সাং-পূর্বহিঙ্গুলী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ তাজুল ইসলাম এর দেওয়া তথ্য মতে অপর দুটি আভিযানিক দল গত ০৩ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ২০৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউরি ক্যাফে লায়লা এলাকায় অভিযান পরিচালনা করে আসা
মী ২। মোঃ ইমন (২৬), পিতা- বশির আহম্মদ, সাং- পরাগলপুর ৩। মোঃ সাদেক হোসেন (৩০), পিতা- নিজাম উদ্দিন, সাং-উত্তর পরাগলপুর, ৪। মোঃ হাসান (২২), পিতা- আলা উদ্দিন, সাং-পরাগলপুর, সর্বথানা জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম এবং ০৫। মোঃ মাহবুব (২৬), পিতা-মোঃ মনির হোসেন, সাং-সেংগুয়া, থানা- কচুয়া, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।