নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীতে বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সালের মা ফিরোজা বেগম চৌধুরী -৬৬- ইন্তেকাল করেছেন। -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-।
সোমবার -২৫ নভেম্বর- রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী- ৪ ছেলে- এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্ঘলবার দুপুর ২টার দিকে মরহুমার নামাজে জানাজা নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পদুয়া মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সালের মায়ের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন- বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ- নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।