উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন-
বিএনপি জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি আওয়ামীগের মতো বিনা ভোটে ক্ষমতায় যেতে চায় না। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষকে স্বাধীন ভাবে কথা বলার সুযোগ দেয় নাই। বিএনপির শত শত নেতা কর্মীদের ওপর হামলা, মামলা দিয়েছে। অনেক নেতা কর্মীদের ঘুম করেছে।
বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশের জনগন যেদিন স্বাধীন ভাবে ভোট দিতে পারবে। দেশে গনতান্ত্রিক সরকার
ক্ষমতায় আসবে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্হা করুন। নির্বাচিত সরকার ক্ষমতায় রাষ্ট্র মেরামতের কাজ করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৭ বছর আমরা রাজপথে ছিলাম। দল যদি মনোনয়ন দেয় তখন ভোট চাইতে আসব । আসুন সকলে মিলে এক সাথে কাজ করি ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি কর্মী সমাবেশে উপস্থাপন করা হয়। আজ শুক্রবার
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কালিয়াকৈরউপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ- বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল হক স্বপন- গাজীপুর জেলা ছাএ দলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি- গাজীপুর জেলার সাবেক বিএনপির সদস্য সচিব এড্ রফিকুল ইসলাম- বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান- মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম- মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আবুল হোসেন সাগর- উপজেলা বিএনপির স্বেছাসেবক বিষয়ক সম্পাদক সাইফুল সিকদার- বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সাকু- বাহার উদ্দিন মেম্বার প্রমুখ।