
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর ১, রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন আহম্মেদ -৮৫- সোমবার দিবাগত রাতে ঢাকার বনানীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
-ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে রামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা বি এন পি, জামায়াতে ইসলামী, এল ডি পি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য যে আলহাজ্ব নাজিম উদ্দীন আহমেদ গত ১৯৯৬ সালের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম বারের মতো এম পি নির্বাচিত হন।পরবর্তীতে ২০০৮ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দ্বিতীয় বারের মতো এম পি নির্বাচিত হন। তিনি দীর্ঘ ১৭ বছর যাবত একটানা রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।তাঁর মৃত্যুতে বিএনপি একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো। মরহুম নাজিম উদ্দীনের জানাজা আজ বাদ যোহর রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর ভাদুর মিয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।