মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জে ঘন কুয়াশায় বাসের সাথে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১জন নিহত ও ১৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক শাহীন, প্রতিবেদককে জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি
ভোর সাড়ে ৪টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন সদানন্দপুর কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে সিটকে পড়ে। এসময় বাসের সুপার ভাইজার মারা যায় এবং ১৫জন যাত্রী গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, গতকাল রাত থেকেই সিরাজগঞ্জ ঘন কুয়াশায় গিরে রয়েছে।
সদর হাসপাতালের ডা. ফয়সাল আহমেদ জানান, বাসের একজন সুপার ভাইজার মারা গেছে । অন্যান্য যাত্রীদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।