
চট্টগ্রাম প্রতিনিধি:
বান্দরবান রিজিয়নের রিজিয়নাল ইন্টেলিজেন্স সেল (আরআইসি)-এর অভিযানে শটগানের কার্তুজ ও বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বান্দরবান বাসস্ট্যান্ড সংলগ্ন ট্যানেলের পশ্চিম পাশে দায়িত্ব পালনকালে বান্দরবান আনসার ব্যাটালিয়ন (১০ বিএন)-এর নায়েক মোঃ জাহিদুল ইসলাম ও সিপাহি মকছুদুর রহমান সন্দেহজনক দুই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে গাঁজা সেবনের গন্ধ পাওয়া যায় এবং কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয়।
সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পূরবী বাসের পেছনে একটি পুরাতন শপিং ব্যাগ ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি পলিথিনে মোড়ানো ১০ রাউন্ড শটগানের কার্তুজ ও ৫টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি চাপাতি, দুটি রামদা ও দুটি ছুরি। কার্তুজগুলো ‘CARTRIDGES AVGI 2.50 ml, 30 gm (7)’ লেখা সম্বলিত।
উদ্ধারকৃত শটগানের কার্তুজ ও দেশীয় অস্ত্রসমূহ বর্তমানে ৬৯ পদাতিক ব্রিগেড সদর আরআইসি অফিসে সংরক্ষণ করা হয়েছে।
























