
মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
বাংলাদেশের নবায়নযোগ্য সবুজ জ্বালানি শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কার করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির পথে বাঁধা হয়ে দাড়িয়েছে পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালা কার্যকর বাস্তবায়ন না করা। কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো এখনও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। প্রশাসনের ধীরগতি প্রক্রিয়া, অর্থায়নের অভাব, দূর্বল গ্রীড অবকাঠামো এবং নবায়নযোগ্য প্রকল্পের জন্য অসম্পূর্ণ ট্যারিফ নীতি এই পিছিয়ে পড়ার বড় কারণ।
পরিবর্তনের পক্ষে মোংলা শ্লোগানে বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় মোংলার কানাইনগর পশুর নদের পাড়ে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কারের দাবিতে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন। মোংলা নাগরিক সমাজ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ঈখঊঅঘ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব এবং প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট মোংলার নেতা সাংবাদিক মোঃ হাছিব সরদার, ইয়ুথ লিডার মেহেদী হাসান, নারীনেত্রী অসীমা বিশ্বাস, স্বপ্না বিশ্বাস, নাগরিক নেতা অমিও সরদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় মোঃ নূর আলম শেখ বলেন, নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন করতে হবে। স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং ( NEM ) বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকীকরণ করতে হবে। জাতীয় বিদ্যুৎ খাতের বাজেটের কমপক্ষে ২০% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা; দেশীয় ব্যাংকগুলোর জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ; নবায়নযোগ্য প্রযুক্তির ওপর আমদানি শুল্ক কমানো এবং ট্যারিফ শর্ত বাতিল ও ”বিদ্যুৎ নেই, বিল নেই” নীতি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট মোংলার নেতা মোঃ হাছিব সরদার বলেন জলবায়ু ঝুঁকির সম্মুখভাগে থাকা আমাদের মতো কমিউনিটির জন্য নবায়নযোগ্য জ্বালানি শক্তি টিকে থাকার প্রধান হাতিয়ার। এখনই সময় বাধাগুলো দূর করে সত্যিকারের টেকসই বাংলাদেশের পথে এগিয়ে য্ওায়ার। ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত এগিয়ে যাওয়ার জাতীয় আন্দোলনে মোংলা আজ একটি গুরুত্বপূর্ণ কন্ঠ হিসেবে আবির্ভূত হয়েছে। সারাদেশে গড়ে ওঠা ক্রমবর্ধমান আন্দোলনের প্রেক্ষিতে মোংলার এই শক্তিশালী দাবি বাংলাদেশের পরিচ্ছন্ন ও সহনশীল ভবিষ্যতের পথে এগিয়ে চলাকে আরও বেগবান করবে।