
বরিশাল মেট্রোপলিটন এলাকা থেকে লালমনিরহাটে জ্বিনের বাদশা খ্যাত ও দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত আট মামলার আসামি মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার-৮ মে- রাতে সাইফুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-সেলিম মালিক।
পুলিশ জানায়, আসামি সাইদুল ওরফে জ্বিনের বাদশার বিরুদ্ধে ঢাকা ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় মোট ৮ টি প্রতারণা সম্পর্কিত মামলা রয়েছে। এছাড়াও ২০১৩ -২০২১ সালের মধ্যে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ করাসহ আরও অনেক অভিযোগে মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় না থাকলেও বিভিন্ন সময়ে তাকে ছদ্মবেশে চলাফেরা করতে দেখা গেছে। কখনও সাইদুল নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে বিকাশের মাধ্যমে প্রতারণা করতেন । কখনও জ্বিনের বাদশা পরিচয়ে দিয়ে সহজসরল মানুষদের সাথে প্রতারণা ও ছলচাতুরি করতেন।
এই চক্রের সাথে জড়িত সকল সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনা মোতাবেক প্রতারণা মামলার পলাতক আসামিকে সাইফুলকে গ্রেপ্তার করতে তৎপর ছিলাম। এর ফলে আমরা প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে তাকে গ্রেপ্তার করেছি ।”