
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জ জেলার বন্দর প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর বন্দর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ।
শোকসভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মো. আলীম ও কবির হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, মেহেবুব মিয়া ও আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, অর্থ সম্পাদক লতিফ রানা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাব ও বন্দর মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিক সমাজের প্রতি তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন।অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। শোকসভায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

























