
তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার রনি বেগম (৩০) ও তাঁর ছেলে আরাফাত (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে রনি বেগম ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। একপর্যায়ে তাঁদের রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। লাইনের ওপর থাকা ওই ব্যক্তি আহত হন।
এসআই শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মা ও ছেলে আত্মহত্যা করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

























