স্টাফ রিপোর্টার আহম্মেদ আল ইভান
ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা গোলচত্ত্বর এলাকা হইতে ০৬ -ছয়-কেজি গাঁজাসহ আসামী ১। শেখ জনিপ ওরফে জনি -৪৩-কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪-০১-২০২৫ তারিখ রাত অনুমান ২০.১০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ ভাংগা থানা এর নেতৃত্বে ভাংগা থানা পুলিশের একটি চৌকস টিম এস-আই -নিঃ-মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় এসআই-নিঃ-মোঃ মিজানুর রহমান -পিপিএম- এসআই-নিঃ-মোঃ রাকিব হোসেন, কং-৬০০ মোঃ রইছ মোল্লাগণ ভাংগা গোলচত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে ০৬ -ছয়- কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর দখলে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর হইতে ০৩-তিন-টি প্যাকেটে ০২-দুই-কেজি করে মোট ০৬-ছয়-কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত আসামী ১। শেখ জনিপ ওরফে জনি-৪৩- পিতা- কবির শেখ-সাং-বড়বাগ-থানা-আলফাডাঙ্গা-জেলা-ফরিদপুর।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভাংগা থানার মামলা নম্বরঃ- ৩১-৩১ তারিখ:- ২৫-০১-১৫-ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬-১-এর সারনীর ১৯-খ-রুজু করা হয়।