
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানার মধ্য সস্তাপুর এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে মোঃ নুরুজ্জামান আকন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার সময়ে। নিহত নুরুজ্জামান বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেব পাড়ার আশরাফ আলী আকনের ছেলে। তিনি মধ্য সস্তাপুর এলাকায় ফাইজুর মিয়ার বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পারিবারিক সূত্র জানায়, নিহতের মা সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় সন্দেহ হলে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ভেতরে উঁকি দিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়।খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মোঃ কাজি ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।
























