পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোনার দুর্গাপুরে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক চোরাচালান করার সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়েছে চোরাকারবারি। এ ঘটনায় ২৪০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। সোমবার রাতে দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
স্থানীয় নাগরিক ও পুলিশ সূত্র জানায়- সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার বেপোরোয়া গতিতে দুর্গাপুর শহরের দিকে যাচ্ছিলো। এতে এক পথচারী আহত হয়। ঘটনার প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন প্রাইভেটকারের পেছন পেছন ধাওয়া করলে পৌরশহরের সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় প্রাইভেটকার ফেলে চালক ও অন্যরা দ্রুতবেগে পালিয়ে যায়। প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো গ ১৭-৫১১৯। রাত ৮ টার দিকে ওই এলাকায় গাড়িটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ওই গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদ পায়। পরে তারা মদ ও প্রাইভেটকার জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন- আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা মাদক পাচারে সক্রিয় হয়ে ওঠেছে। আমাদের টহল টিম সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে আমাদের।