মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হিরা এ প্রতিযোগিতার আয়োজন করে।
বুধবার সকাল ১১টায় পটুয়াখালীর সবুজবাগ ইয়াং পেগাসাস কার্যালয়ে স্কুল পড়ুয়া শিক্ষর্থীদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মতিয়ার রহমান আরিফ, সাবেক সদস্য আসাদুর রহমান, ছাত্রলীগ কর্মী অলি,তনু, আল-আমিন, আসাদ প্রতিযোগিদের সহয়তা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার
তুলে দেন সালাউদ্দিন খান হিরা।
এ বিষয়ে সালাউদ্দিন খান হিরা জানান,নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে জাতির জনকে যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জানাতে ব্যক্তিগতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের আরো আয়োজন জেলা ছাত্রলীগের পক্ষ থেকে করা হবে বলে জানান তিনি।