
কক্সবাজারের পোকখালী ইউনিয়নের সিক্দার পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় নেজামউদ্দিনের বিরুদ্ধে গুরুতর নির্যাতন, হামলা ও ভাংচুরের অভিযোগে। স্থানীয় সূত্রে জানা গেছে, নেজামউদ্দিন দীর্ঘদিন ধরে একই এলাকার আব্দুল্লাহ ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
সর্বশেষ ঘটনার ধারাবাহিকতায় নিজামউদ্দিন ও তার অনুসারীরা ২২ এপ্রিল মঙ্গলবার সকালে আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। হামলার সময় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকার মতো বলে পরিবারটি দাবি করেছে। পরিবারের কয়েকজন সদস্য শারীরিকভাবেও আহত হয়েছেন। শিশু ও নারী সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
আব্দুল্লাহর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। ঘটনাটি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।