শাহিন ফকির।।
পিরোজপুর ফাজিল -ডিগ্রি- মাদ্রাসার আরবি প্রভাষক- সদর উপজেলার ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ খলিলুর রহমানের পিতা- শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্হ ছোটজুজখোলা-বকুলতলা- নিবাসী মোঃ শাহেদ শেখ ইন্তেকাল করেছেন ।
-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মরহুমের বড় ছেলে মাওলানা খলিলুর রহমান জানান- তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুক্ত ছিলেন।
সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়।
পরবর্তীতে ডাক্তারের পরামর্শে বাড়িতে নিয়ে এসে নিভীর পর্যবেক্ষণে রাখা হয়।
মরহুম মোঃ শাহেদ শেখ দুই ছেলে- চার মেয়ে- নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার দুপুর ২.০০ মিনিটের সময় ছোটজুজখোলাস্থ্-বকুলতলা- নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।