
শাহিন ফকির
পিরোজপুর জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম অ্যান্ড অপারেশনস- মোঃ মুকিত হাসান খাঁনের তদারকিতে জেলা গোয়েন্দা শাখা -ডিবি- ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে এই গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
এই বিষয়ে ১৪ ফেব্রুয়ারি ১১.৩০মিনিটে পিরোজপুর সদর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম অ্যান্ড অপারেশনস- মোঃ মুকিত হাসান খাঁন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ।
১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬:২০ মিনিট এ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০,০০০ টাকা উদ্ধার করা হয়। এসময় মোসা. গুলবানু -৫৫- তার ছেলে মো. রাজিব খান -৩৫- ও মো. রবিউল ইসলাম -২২- গ্রেপ্তার হন।
১৩ ফেব্রুয়ারি রাত ৯:৩০ এ ডিবি পিরোজপুর এর এসআই নুরুল আমিনের নেতৃত্বে পৌরসভার মুক্তারকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা -৪৪ -এর বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ ফেব্রুয়ারি ভোর ৪:৩০ এ সদর থানার এস আই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ মনোয়ার হোসেন,এসআই মিঠুন কুমার দাস,এসআই এফরান হোসেন,কনস্টেবল মোঃ সুমন,সাইফুল মোহাম্মদ রানা, মোঃ রাসেল মোঃ সাইফুল ইসলাম নারী কনস্টেবল লুনা আক্তার ড্রাইভার কনস্টেবল সজল মোল্লা, শিকদারমল্লিক ইউনিয়নের আল আমিনের বসতঘর থেকে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোসা. নাজমা আক্তার -২৫- কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় তিনটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে,পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।