
শাহিন ফকির
দেশব্যাপী ধর্ষণ ও শাহবাগীদের অরাজকতার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার -১২ মার্চ- দুপুর তিনটায় পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর পৌরসভা সভাপতি মো. হাসির এবং সঞ্চালনা করেন পিরোজপুর পৌরসভা সেক্রেটারি রফিকুল ইসলাম রাকিব। বক্তব্য রাখেন ছাত্রশিবির পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ সভাপতি রাকিব মাহমুদ, সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম, পৌরসভা সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম এবং সাথী মুঈন উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ধর্ষকদের দ্রুত বিচার করে ইসলামী শরিয়াহ অনুযায়ী প্রকাশ্যে শাস্তি কার্যকর করতে হবে। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দিলে সমাজে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস পাবে না।”
তারা আরও বলেন, “শাহবাগীরা যে অরাজকতা সৃষ্টি করছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা সরকারের প্রতি ধর্ষণ ও অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।