শাহিন ফকির।।
পিরোজপুরে জেলা আইন-শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার -১৪ অক্টোবর –সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম-
পুলিশ সুপার পিরোজপুর খাঁন মুহাম্মদ আবু নাসের-
নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ পিরোজপুর-
তানভীর আহমেদ-সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির-পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আরিফ হাসান-পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি- রেজাউল ইসলাম শামিম-দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী-পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃআবু জাফর প্রমুখ।
সভায় বক্তারা- বাল্য বিবাহ- মাদক-সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে জনপ্রতিনিধি- বিবাহ রেজিস্টার ও প্রশাসনকে সোচ্চার হতে হবে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে মায়েদের কে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। মাদক সমাজকে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন- যুব সমাজকে রক্ষা করতে মাদককে রুখতে হবে। বাল্যবিবাহ ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা গ্রহণের জন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তারা-