আটঘরিয়া
(পাবনা) প্রতিনিধি।।
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগের কে›ন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-সম্পাদক মোঃ তানভীর ইসলামকে পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত করা হয়েছে। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এতথ্য জানা যায়।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর এই পত্র প্ররেণ করা হয়।
এদিকে আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামকে জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত করায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও উচ্ছাস প্রকাশ করা হয়েছে।