
দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
পাবনা সদরে আতাইকুলায় বেলাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহত বেলাল চরপাড়া পূর্বপাড়া গ্রামের মো: আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী ও পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন সমকালকে জানান, বেলাল হোসেন পাবনা শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সেসময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। তার মৃত্যু নিশ্চিত হলে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মাসুদ আলম বলেন, ‘নিহত ব্যক্তি যেহেতু চরমপন্থি সর্বহারা দলের সদস্য ছিলেন, সে কারণে তাদের দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।































