
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জনস্বাস্থ্য সুরক্ষা ও মশা-বাহিত রোগ—বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে পাইকগাছা পৌরসভায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (২০ নভেম্বর ২০২৫) পৌর এলাকার ৭নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মশক নিধন কার্যক্রম পুরো পৌর এলাকায় ধারাবাহিকভাবে চলমান থাকবে।
এ ধরনের অভিযান মশার প্রজনন নিয়ন্ত্রণ, পরিবেশ নিরাপত্তা এবং নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

























