
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভা কর্তৃক পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শনী এবং বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম হুমায়ূন কবির-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি ও সন্তোষ কুমার সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহমদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, শিক্ষক আব্দুল খালেক, পৌরসভার হিসাব রক্ষক মৃণাল সানা, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ ঘোষ, শাহীন হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ইমদাদুল হক ও মিজানুর রহমান।
ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রাশিদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বিলকিস খানম, শ্রদ্ধা রাণী মণ্ডল, ইবাদুল ইসলাম, সালমা খাতুন, সুলতানা খাতুন ও রিমা আক্তারসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

























