
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছা পৌর এলাকায় রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
এ সময় নির্বাচন আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক প্রচার সামগ্রী ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

























