
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ- ২০০৯ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মিষ্টির দোকানীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বুধবার সন্ধ্যার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন- অবৈধ খাদ্য সংরক্ষন- পরিমানের থেকে অতিরিক্ত ওজনের প্যাকেট দ্বারা খাদ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না থাকার অপরাধে মিষ্টির দোকান মালিক গোপাল চন্দ্র ঘোষকে দুই হাজার বিজয় কৃষ্ণ ঘোষকে এক হাজার ও অপর আরেকজনকে দেড় হাজার মিলিয়ে মোট চার হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় সহ জব্দকৃত অবৈধ খাদ্য বিনষ্ট করা হয়।
অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল- পেশকার মোঃ ইব্রাহীম হোসেন- আনসার সদস্য প্রসেনজিৎ সহ সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন- জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।