
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দিরের সরল কালীবাড়িতে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রীস্টান সবাই মিলে স্বাধীনতার মূলবোধ প্রতিষ্ঠা করতে চাই। স্বাধীন দেশে সবাই সমান অধিকার ভোগ করবে। বিএনপি কখনো সংখ্যাগুরু-সংখ্যালঘু রাজনীতি করে না।
সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আছলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার।
উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল অনুষ্ঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ. মান্নান মিস্ত্রী, ব্যবসায়ী উত্তম কুমার সাধু, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা মনোহর চন্দ্র সানা, সুনীল মণ্ডল প্রমুখ।

























