
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার নতুন বাজার এলাকায় সড়কের চলমান বাক সরলীকরণ কাজকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। সড়কটি সরলীকরণের লক্ষ্য থাকলেও বাস্তবে সেখানে নতুন একটি ঝুঁকিপূর্ণ বাঁক সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের নতুন বাজার কর্নারের শ’মিল সংলগ্ন স্থান থেকে পাইকগাছা অভিমুখে যে বাক সরলীকরণ কাজ চলছে, তা কয়েকটি ঘর ভাঙ্গার মধ্যে দিয়ে বোয়ালিয়া মোড় ও শহিদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে মূল সড়কের সঙ্গে যুক্ত হবে। কিন্তু বোয়ালিয়া মোড় এলাকায় একটি দোতলা ব্যবসা প্রতিষ্ঠানের ভবনের কোনা ও ঝুল বারান্দা সড়কের ওপর ঝুলে থাকায় সোজা রাস্তা নির্মাণে বড় বাধা তৈরি হয়েছে। ফলে পুরনো বাঁক দূর করতে গিয়ে সেখানে নতুন ও আরও ঝুঁকিপূর্ণ একটি বাঁক সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, বিল্ডিংয়ের ওই অংশ অপসারণ না করলে রাস্তা সোজা করা সম্ভব নয়। এতে বর্তমান উন্নয়নকাজের উদ্দেশ্যই ব্যর্থ হবে এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।
চলমান উন্নয়নকাজ দেখতে এসে এলাকাবাসী একটাই দাবি তুলেছে— প্রকৃত অর্থে বাক সরলীকরণ নিশ্চিত করা এবং প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ভবনের অংশ ভেঙে সঠিকভাবে সড়ক নির্মাণ করা। তাদের ভাষায়, জনস্বার্থে কোনো ধরনের অব্যবস্থাপনা বা বিশেষ সুবিধা মেনে নেওয়া হবে না।
স্থানীয়দের দাবি, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রশাসন দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের মতে, মানুষের জীবন ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ— তাই যে কোনো ব্যত্যয় দূর করে যথাযথভাবে সড়ক উন্নয়নই এখন সময়ের দাবি।
























