
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লব প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভা এলাকা, চাঁদখালী ইউনিয়নের মৌখালী এবং গড়ইখালী ইউনিয়নের শান্তা এলাকায় অবস্থিত পরিবেশবান্ধব হলোব্লক প্রোডাকশন সেন্টার, রেজিলিয়েন্স হাউস, ক্যাটেল শেড এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের বাস্তবায়নাধীন বায়োগ্যাস প্লান্ট সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, ফ্রেন্ডশিপ নবপল্লব প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, এসব পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রতিষ্ঠিত উন্নয়ন সহযোগী সংস্থা Foreign, Commonwealth and Development Office (FCDO)-এর অর্থায়নে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়ন কার্যক্রম জোরদার করা।
























