এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় তরুণ- যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শেষে -তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে পাইকগাছা পৌরসভার আয়োজনে কর্মসূচির শুরুতেই পৌরসভা চত্বরে পৌরসভার কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পরিচ্ছন্ন সরঞ্জামাদি প্রদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরবর্তীতে তরুণ- যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এর সঞ্চালনায় বক্তৃতা করেন- পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার- উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ৬ ও ৯ ওয়ার্ড সদস্য বিদ্যুৎ রঞ্জন সাহা- সমাজসেবা কর্মকর্তা ও ৩- ৪ ওয়ার্ড সদস্য অনাথ কুমার বিশ্বাস- সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম- ডা. ইব্রাহীম গাজী- প্রভাষক খান সেলিম- এসআই শামীম- সমন্বয়ক মোঃ আব্দুল কাদের নয়ন। এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন- পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়- পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফসিয়ার রহমান মহিলা কলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।