এম জালাল উদ্দীন পাইকগাছা।।
পাইকগাছায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে তিনি বলেন- ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্ব নির্ধারিত গদাইপুর ফুটবল মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- ইফতেখারুল ইসলাম শামীম ও থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়- উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক-উপজেলা প্রোকৌশলী মোঃ শাফিন শোয়েব- উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান- পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার- উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া- উপজেলা হিসাব রক্ষণ অফিসার,মো: আবুল বাসার- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ-ইউআরসি ঈমান উদ্দীন-পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ- উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির- জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ এসএম আমিনুল ইসলাম-উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন- উপজেলা সিএ আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য- টুর্নামেন্ট খেলায় ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ১১টি দল অংশ গ্রহণ করেন। এবং ১৪ জানুয়ারী চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।