
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতীম রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক রাজু আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, খামারি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, স্থানীয় জাতের সংরক্ষণ, উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন পদ্ধতি, উদ্ভাবনী কার্যক্রম এবং স্থানীয় প্রাণিসম্পদের বিভিন্ন নমুনা প্রদর্শিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে ৩০ টি স্টল স্থান পেয়েছে।
























