
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
ফুসফুসের গুরুতর অসুস্থতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন পাইকগাছার মোঃ আব্দুল গফুর গাজী (৩০)। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগতে থাকা গফুর বর্তমানে টিকমতো হাঁটা-চলা পর্যন্ত করতে পারছেন না। চিকিৎসকদের মতে, তাঁর ডান পাশের ফুসফুসে অস্ত্রোপচারসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা—যা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
জানা যায়, গফুর গাজী পাইকগাছার গড়ুইখালী ইউনিয়নের হোগলা চক গ্রামের ভাটা শ্রমিক মোঃ উজির আলী গাজীর পুত্র। এর আগে ঢাকায় তাঁর বাম পাশের ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দিন পার করছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে নিয়মিত অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে।
হতদরিদ্র এই পরিবারের একমাত্র নির্ভরযোগ্য উপার্জনের উৎস তাঁর বাবা—যিনি ভাটায় শ্রমিকের কাজ করে কষ্টে চিকিৎসার খরচ বহন করছেন। কিন্তু চিকিৎসার ব্যয় বাড়তে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। তাই অসহায় পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ব্যক্তি, মানবিক সংগঠন এবং সবার কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
























