
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী যোগদানের আগে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ২০১৯ সালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৩ সালে পটুয়াখালীর দশমিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কুমিল্লা জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ময়মনসিংহ সদরের সন্তান ওয়াসিউজ্জামান চৌধুরীর পিতা-মাতা বর্তমানে অবসরজীবন কাটাচ্ছেন। তাঁর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক।
যোগদানের পর ওয়াসিউজ্জামান চৌধুরী পাইকগাছার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
























