নুর মোহাম্মদ- কক্সবাজার অফিস।।
কক্সবাজার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন জেলা। তাই পর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া পর্যটন সেবায় নিয়োজিতদের সুষ্ঠু ব্যবহার এবং সেবা দিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে পারে- তাহলে পর্যটন শিল্পের প্রসারতা বাড়বে।
বাংলাদেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে এবং মন্দা অর্থনীতিকে চাঙা করতে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে পর্যটনকেন্দ্র সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। কক্সবাজার জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেছেন দৈনিক আজকের বাংলা’র সম্পাদক ও প্রকাশক শেখ সুমন আহমদ।
শুক্রবার ২৫ অক্টোবর কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক আজকের বাংলা’র ব্যুরো চিফ তৌহিদ বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন- কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা এইচ এম এরশাদ- যুগ্ম সম্পাদক কবি এম জসিম উদ্দিন- সাংগঠনিক সম্পাদক মো: নেজাম উদ্দিন- সহ অর্থ সম্পাদক রতন দাশ- সহ সমাজ কল্যাণ সম্পাদক হায়দার নেজাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ- নির্বাহী সদস্য মনছুরুল ইসলাম চৌধুরী ও রানা মল্লিক।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা বলেন- উন্নত বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হলো পর্যটন।
কক্সবাজারকে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন- নাগরিক সমাজ- স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন- ট্যুর সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে এবং মন্দা অর্থনীতিকে চাঙা করতে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে পর্যটনকেন্দ্র সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে।