আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বুধবার, ০৮ই সেপ্টেম্বর, ২০২১
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ২নং জামাল ইউনিয়নের কামারাইল গ্রামের বাসিন্দা আশরাফুল শেখের স্ত্রী পলি খাতুন পরকিয়ার জেরে দুই মেয়েকে রেখে পালিয়ে গেছে। বড় বাইশা গ্রামের মকলেচ বিশ্বাসের মেয়ে পলি খাতুনের সাথে ১২ বছর আগে আশরাফুল শেখের বিবাহ হয়েছিল। সময়ের আর্বতনে তাদের ঘর আলো করতে আসে দুই কন্যা সন্তান।
আশরাফুল শেখ স্ত্রী সন্তানদের সুখে শান্তির আশায় ২০১৬ সালে বেঁছে নেন প্রবাস জীবন কাতার। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী পলি বেগম ঝিনাইদহ সদর ১৭নং নলডাঙ্গা ইউনিয়নের আড়মূখী গ্রামের শফিউল ইসলাম নামে এক গরু ব্যাবসায়ীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।
সুত্রমতে, শফিউল ইসলাম আড়মূখী গ্রামের রবিউল ইসলামের ছেলে। শফিউলের ঘরেও তার স্ত্রী এবং দুই পুত্র সন্তান আছে এবং বর্তমানে তারা শফিউলের নিজ বাড়িতে অবস্থান করছে।
দীর্ঘদিন পর স্বামীর বাড়ি আসার খবর পেয়ে গত ২৫/০৮/২১ইং তারিখে পলি খাতুন দুই কন্যা সন্তান ফেলে শফিউলের সাথে পালিয়ে গিয়ে বিবাহ করে। পালিয়ে যাবার সময় আশরাফুল শেখের বিদেশ থেকে পাঠানো ৫ লক্ষ ৯ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণ অলংকার সংগে করে নিয়ে যায়।
এদিকে অসহায় পলি বেগমের পিতা মকলেচ বিশ্বাস জামাই আশরাফুল শেখকে আস্বস্থ করেছেন যে, দ্রুত মেয়েকে খুঁজে নগদ অর্থ ও স্বর্ণালংকার ফেরত দিবে। আর যদি তাকে না পায় যায় সে নিজের জমি বিক্রি করে তার ক্ষতিপূরন দেবে। বর্তমানে তার দুই সন্তান নানি বাড়িতে অবস্থান করছেন।
আশরাফুল শেখ গত ২৭/০৮/২১ইং তারিখে ঘটনা জানতে পেরে কালীগঞ্জ থানায় একটি জিডি করেন।