সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাজন দত্ত -৩৭- নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। শুক্রবার -২৪ জানুয়ারি- সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাজন দত্ত পটিয়ার ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারের শিক্ষকতা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজন দত্ত শুক্রবার সকালে ঘর থেকে বের হয়ে ধলঘাট রেল স্টেশনের দিকে যান। সকাল ৮টার দিকে কক্সবাজারগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দিলে তার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ জানান- তিন ভাইয়ের মধ্যে রাজন দত্ত ছিলেন মেঝ। তিনি এলাকায় একজন সুপরিচিত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তবে তার এই অকালমৃত্যু সবাইকে মর্মাহত করেছে।
ঘটনার পর রাজনের ঘরে একটি চিরকুট পাওয়া গেছে- যেখানে লেখা ছিল- আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোনো হাত নেই। অকারণে কাউকে দোষ দিবেন না কিংবা হয়রানি করবেন না।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল জানান- খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ -চমেক- হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।