সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা অপহরণকারীকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেন।
গতকাল মঙ্গলবার -৪ ফেব্রুয়ারি- রাত ৮টার দিকে পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারী হৃদয়কে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হৃদয় একই উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভীহাট, পশ্চিম বারৈকাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে পশ্চিম বারৈকাড়া গ্রামের মোহাম্মদ মাহাবুব ও সেলি আকতার দম্পতির সন্তান আয়াতকে অপহরণ করে হৃদয়। পরে শিশুটিকে কালারপুল এলাকায় আটকে রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে শিশুটির কান্না ও হৃদয়ের কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণের কথা স্বীকার করে এবং শিশুটিকে ছেড়ে দেয়। এরপর স্থানীয়রা হৃদয়কে আটক করে গণধোলাই দেয় এবং রাত ৮টার দিকে পটিয়া থানায় খবর দেয়।
পটিয়া থানার ওসি জায়েদ নূর জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।