
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে অবস্থিত তেরি বাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার উদ্যোগে আয়োজিত আনন্দঘন পরিবেশে বার্ষিক শিক্ষা সফর ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল পর্যটন কেন্দ্রগুলোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দিনব্যাপী এই শিক্ষা সফরের গন্তব্য ছিল দুর্গাপুরের চোখজুড়ানো সাদা মাটির পাহাড় ও বিজয়পুরের নীল জলরাশিসহ বিভিন্ন দর্শনীয় স্থান।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শারীরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল: হামদ, নাত ও কিরাত। এছাড়াও ছিল চকলেট সংগ্রহ ও দৌড় প্রতিযোগিতা।
অনুষ্ঠানে বিচারক মণ্ডলীর প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব সাহেব। এছাড়াও উক্ত মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন কবির, নায়েবে মোহতামিম মুফতি আশরাফুর রহমান আনসারী সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী বিভিন্ন দায়িত্ব পালন করেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করেন মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম মড়ল। সার্বিক সহযোগিতায় ছিলেন মাদরাসা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মাদরাসা কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করা এবং মহান আল্লাহর সৃষ্টি ও কুদরতি সৌন্দর্য সম্পর্কে বাস্তব জ্ঞান দান করতেই এই আয়োজন। মাদরাসা কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেয়। ছাত্রদের আনন্দ দিতে মাদরাসা কমিটির সদস্যরা হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় অংশ নেন।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

























