
চঞ্চল,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে মোগলহাট সীমান্তের মুনিয়ারচর ফলিমারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি ইউএসএ তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ১৫ বিজিবি। বিজিবির পক্ষ থেকে আজ বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দায়িত্বপূর্ণ ৫টি উপজেলায় মোট ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অস্ত্র-বিস্ফোরক যাতে ভেতরে আসতে না পারে, সে লক্ষ্যে টহল ও গোয়েন্দা কার্যক্রম সর্বোচ্চ জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
























