নারায়নগঞ্জের বন্দর থানাধীন আদমজী নগর থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ ইমান হোসেন (২৫), তিনি কুমিল্লা জেলার রসুলপুর গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে। অপরজন হলো মহসিন হোসেন (২৪), তিনি শরিয়তপুর জেলার শীবপুর রনখোলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
আটককালে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গত ২১ নভেম্বর গভীর রাতে র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আটককৃত আসামীরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে আসছে। উক্ত মাদক কারবারিদের ধরতে র্যাব ১১ নারায়নগঞ্জের মদনপুর রাস্তার উপরে একটি চেকপোষ্ট স্থাপন করেন। এ সময় ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
র্যাব ১১’র কম্পানী কমান্ডার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দল। তারা দীর্ঘদিন ছদ্মবেশে কুমিল্লার সিমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে তা নারায়নগঞ্জ ও ঢাকায় পাচার করতে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।