
মাকসুদুল হোসেন তুষার,
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমান উপজেলার বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার কন্ট্রাকটরের ছেলে।
নিহতের বাবা আনোয়ার বলেন, গতকাল দুপুরে তার ছেলে গোসল করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আর ফিরেননি।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানায়, তারাবো বিশ্বরোড এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন একটি পুকুরে মৃতদেহটি ভাসছিলো। পরের জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ছেলের বাবা খবর পেয়ে আসলে আমরা পরিচয় সনাক্ত করতে পারি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।