
নিউজ ডেস্ক:
নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন।
ট্রাম্প অভিযোগ করেন, নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। যদিও দেশটির সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যদি নিরপরাধ খ্রিস্টানদের ওপর হামলা বন্ধ না হয়, যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমাদের হামলা হবে ভয়াবহ।” তিনি আরও উল্লেখ করেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর নিপীড়ন চালানোদের তিনি “জঙ্গি ও সন্ত্রাসী” হিসেবে দেখেন।
সহিংসতা অব্যাহত থাকলে নাইজেরিয়াকে দেওয়া সব ধরনের সহায়তা স্থগিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
এর একদিন আগেই যুক্তরাষ্ট্র সরকার নাইজেরিয়াকে “ধর্মীয় নিপীড়নকারী রাষ্ট্র” হিসেবে তালিকাভুক্ত করে।

























