অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী কোটা সংস্করন আন্দোলনে বিভিন্ন কলেজর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মঙ্গলবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মহা সড়কের দুই পাশে দীর্ঘ যানজটে পড়ে ছাএীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নরসিংদীর জেলখানা মোড়ে শিক্ষার্থীরা সাড়ে ৩ টার দিকে জমা হতে জমা হতে থাকে। শিক্ষার্থীরা কোটা সংস্করনে দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। এসময় তারা মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তারা অবস্থান নেন। ঢাকার সাথে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেয়।
বিকেল সাড়ে তিনটায় জেলখানা মোড় দখলে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে কোটাবিরোধীরা জেলখানার মোড়ে জড়ো হতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ছাত্রলীগ ও কোঠাবিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিকেলে কোটাবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে শ্লোগান দিতে থাকে। তারা মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যরিকেট দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। বর্তমানে মহাসড়কের দুই পাশেতীব্র যানযটের সৃষ্টি হয়েছে। এসময় কয়েক কিলোমিটার এলাকা জুড়ো বিভিন্ন যাবাহনগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে জরুরী সেবার এম্বুলেন্সকে সাইড দিয়ে দেওয়া হয়।