
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় রোববার (৪ জানুয়ারি ) বিকেল ৫টায় উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল – আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবী, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর,সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বি এন পির সন্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, উপজেলা সাবেক সভাপতি এড আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান।
অনুষ্টানে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গিয়েছে। তারা তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া, দেশ ও জাতির উন্নতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের একযোগে প্রার্থনার আহ্বান জানানো হয়।
উপস্থিত নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার অসামান্য রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবী ।

























