
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন ভুইগড় এ টু জেড স্কুল মাঠ সংলগ্ন কাজীপাড়া এলাকাবাসী ও জিয়া পরিষদ ফতুল্লা থানার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রায় ২৫০-৩০০ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী মোঃ মাজেদুল হক, আহ্বায়ক-সদস্য, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ, আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ, প্রতিষ্ঠাতা সভাপতি নারায়ণগঞ্জ মহানগর সাবেক ছাত্রদল ও যুবদল নেতা। বিশেষ অতিথি ছিলেন মোঃ নাজির আহমেদ নাজির, সভাপতি নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদ।এছাড়াও অনুষ্ঠানে নজরুল ইসলাম মাদবর, কাজী আমিন হোসেন, মনিরুজ্জামান মিন্টু, কাজী অহিদ, কাজী ইকবাল, কাজী আশরাফ উদ্দিনসহ জিয়া পরিষদ ফতুল্লা থানা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানাই। গত ১৫ বছর আমরা দুঃসময় অতিক্রম করেছি, এখন একটি ভালো সময়ের দিকে এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম জিয়া বারবার নিপীড়নের শিকার হয়েছেন। আজ তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে পাকিস্তানি কারাগারে পরিবার রেখে মুক্তিযুদ্ধে অবদান রাখেন—এই পরিবার সব সময় দেশের স্বার্থে কাজ করেছে।”
শেষে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
























