ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার -৮ অক্টোবর- বিকাল ৩ ঘটিকায় লাইন হাউজ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হাসান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম- সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী-পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু- সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুর মোর্শেদ মিলন।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মুকুল- যুগ্ম -আহবায়ক রিয়াজুল মোল্লা- মাসুম বিল্লাহ- গোলাম মোস্তফা- হাসান সারাফী- আলতাফ হোসেন লিটন, সুমন পারভেজ- মোখলেছুর রহমান- জাকির হোসেন- এ্যাড.জাহাঙ্গীর কবির বাবু- প্রভাষক কামাল হোসেন-হাবিবুর রহমান মাসুম- দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব সবুজ-যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা-দেবহাটা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু- উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু-যুগ্ম-আহবায়ক আহম্মাদ মোল্লা- উপজেলার শ্রমীক দলের সভাপতি বিকাশ সরকার- সধারণ সম্পাদক আসাদুল ইসলাম- মৎস্য জীবি দলের সভাপতি মোনাজাত গাজী-কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ- আশাশুনি ছাত্রদলের আহবায়ক পলাশ হোসেন- সদস্য সচিব বরিউল ইসলাম- দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান-যুগ্ম-আহবায়ক যথাক্রমে আরাফাত সানি- আসাদুল ইসলাম-আবদুল্লাহ মিলন- আব্দুল্লাহ আল মামুন- সদস্য রাকিব হোসেন-সদস্য তারিক মনোয়ার রানা- কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্টি- সদস্য সচিব শিমুল হোসেন-সিনিয়র যুগ্ম-আহবায়ক অহেদ আলী ও আহবায়ক রাকিব হোসেন- সদস্য আমানউল্লাহ- তৌফিক- সজীব- আলামিন- সাকিব হোসেন-রিপন- আরিয়ার রবি-মেহেদী হাসান শুভ-সোহাগ-রাতুল- ফয়সাল হোসেন- শামীম হোসেন- মিসকাত-মারুফ হোসেন-মুজাহিদ- সজীব-সবুজ-মামুন-আবু রাইআন-সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুল- শামীম- সাইফুল ইসলাম-আল আমিন- নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইমরান হোসেন- সহ -সভাপতি ওমর ফারুক-যুগ- সাধারণ সম্পাদক-শাহিনুর- সোহেল প্রমুখ।