
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার -১৭ জানুয়ারি- বিকাল ৪টায় শহীদ কাশেম পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ওয়েলফেয়ার কমিউনিটির আহবায়ক ফয়সাল কবির’র সভাপতিত্বে ও দেবহাটা আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী ফজলুর হক আমিনি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম- পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, পারুলিয়া সেট মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান, ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ইমরান তাহির- আহাদুল ইসলাম রকি- মাসুম বিল্লাহ- আশরাফুল ইসলাম, আবু রায়হান, মাসুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৬ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।